(Nobel 2018) 2018 তে নোবেল জিতলেন জেমস পি এলিসন ও তাস্কু হানজো
ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী আবিস্কারের জন্য মেডিসিনে নোবেল জিতলেন জেমস পি এলিসন ও তাস্কু হানজো
ঘোষিত হল 2018 সালের নোবেল প্রাইজ এবং সেই নোবেল প্রাইজ জিতলেন একজন জাপানিজ এবং একজন আমেরিকান বিজ্ঞানী। ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী আবিষ্কারের জন্য তারা এই প্রাইস পেলেন এবং ভাগ করে নিলেন পুরস্কার হিসাবে 7 লাখ 75 হাজার ইউরো।
তারা আবিষ্কার করলেন এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির দেহে যে ইমিউন সিস্টেমের অবনতি ঘটে তার উন্নতি ঘটানো যায় কিভাবে। আমরা সকলেই জানি ক্যান্সার আক্রান্ত ব্যক্তির দেহে ইমিউন সিস্টেম কিন্তু ধীরে ধীরে কমতে থাকে এবং তার সঙ্গে সঙ্গে পাশের বেঁচে থাকা ভালো কোষগুলোকেও কিন্তু সেই ক্যান্সার আক্রান্ত কোষ আস্তে আস্তে গিলে ফেলে এবং এই ভাবে দিনে দিনে ক্যান্সার আক্রান্ত কোষের সংখ্যা শরীরে বাড়তে থাকে যার ফলে বাইরের কোনও রোগ আমাদের শরীরে আক্রমণ করলে সেই ক্যান্সার কোষ আর সক্ষম থাকে না, সেই রোগ প্রতিরোধ করার জন্য।
বিশেষত তারা আবিষ্কার করলেন একটা ক্যান্সারে আক্রমণ কোষ যেন অপর একটি ভাল কোষকে আক্রমণ না করতে পারে সেই ধরনের একটি চিকিৎসা পদ্ধতি যদিও তারা জানিয়েছেন যে এই পদ্ধতিতে যথেষ্ট সাইডএফেক্ট রয়েছে কিন্তু মনে করা হচ্ছে যে এই পদ্ধতি একটি চিকিৎসাবিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার
এখনো পর্যন্ত খবর এই পর্যন্ত পাওয়া যাচ্ছে আরো খবর পাওয়ার জন্য আমাদের এই ওয়েবসাইটটি তে নজর রাখুন আমরা খুব শিগ্রই আরো খবর নিয়ে তোমাদের সামনে চলে আসব ধন্যবাদ…………
Once A Day Amoxicillin Acheter Viagra Dans Le Monde levitra canada free shipping Fast Delivery For Flagyl Viagra Auf Rechnung Kaufen
Precio Del Cialis En Andorra Doxycycline For Cheap brand cialis and levitra Comprare Cialis Online Brand Viagra Hawaii Acquisto Cialis Generico Italia